করোনা আক্রান্ত সাংবাদিকদের জন্য পুলিশের ‘ভালবাসার বাক্স’

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের মনোবল চাঙা রাখার জন্য ‘ভালবাসার বাক্স’র মোড়কে ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ মে) করোনায় আক্রান্ত ৯ সাংবাদিকের পরিবারে এসব উপহার পাঠানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এই দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের তথ্যের চাহিদা পূরণ করছেন সাংবাদিকরা। আমাদের তথ্য জানাতে গিয়েই তারা আজ করোনায় আক্রান্ত। তাই ভালবাসার এসব মানুষদের জন্য এই ভালবাসার বাক্স।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এসব পরিবার এখন লকডাউন অবস্থায় আছে। ঘরের মূল ব্যক্তি অসুস্থ এবং পুরো পরিবার অবরুদ্ধ থাকায় এসব পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ।