ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে—চট্টগ্রাম নির্বাচনী আসন- ১১ এর বিএনপির মনোনীত প্রার্থী প্রাক্তন মন্ত্রী,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচনের আসনের অন্তর্ভুক্ত ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড এবং ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেন।

২২ জানুয়ারী ( বৃহস্পতিবার) সকালে কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন কদমতলী মোড় হতে গণসংযোগ শুরু করে মাদারবাড়ি ডিটি রোড হয়ে, দুই নং গলি হয়ে যোগীচাঁদ মসজিদ লেইন থেকে পানির টাংকি হয়ে মাঝিরঘাট রোড হয়ে মরিচচা পাড়া থেকে স্টেশন কলোনির সামনে দিয়ে নাড়াপাড়া হয়ে কামাল গেইট, দারোগাহাট, মালুম মসজিদ হয়ে বাংলাপাড়া রোড সাহেব পাড়া পর্যন্ত গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম,শওকত আজম খাজা,নগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য -আলহাজ্ব মোঃ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন,নুরু উদ্দিন হোসেন নুরু,সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাউছার হোসেন বাবু,সিঃ সহ সভাপতি মোঃ খুরশিদ আলম,৩০ নং বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল,রেল শ্রমিকদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক,৩০ নং ওয়ার্ড বিএনপির বিএনপির সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান সহ অত্র ২ টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীবৃন্দ।












