চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় চার প্রার্থী

শফিউল আলম, রাউজান: ত্রয়োদশ সংসদ নিবাচনে চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে প্রতিক বরাদ্বের পর বিএনপি, সুন্নি ঐক্যজোট, জামাত, গনসংহতি আন্দোলনের ৪ প্রার্থী নিজ নিজ প্রতিকে ভোট চেয়ে প্রচারনায় নেমেছে।

২২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল থেকে সারাদিন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ পথসভা করেন। বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পথ সভায় বক্তব্য প্রদানকালে বলেন, রাউজান বাসী ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে রাউজানকে সন্ত্রাস, চাদাবাজ মুক্ত করবো। রাউজানের সাধারন মানুষের শান্তি নিশ্চিত করবো। রাউজানের উন্নয়ন করবো। ইসলামী ফ্রন্ট সৃন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী ২১ জানুয়ারী (বুধবার) নিজ গ্রাম কদলপুর মাজার জেয়ারত করে মোমবাতি প্রতিকে ভোট চেয়ে কদলপুেেরর বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেন। গনসংযোগ ও পথসভায় ইসলামী ফ্রন্ট সৃন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী মোমবাতি প্রতিকে ভোট দিয়ে পীর আউলিয়ার জম্মভুমি রাউজানকে সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত করতে রাউজানবাসীর প্রতি আহবান জানান।

জামাত ইসলামী প্রার্থী শাহাজাহান মঞ্জু দাড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে রাউজানের সাধারন মানুষের শান্তি নিশ্চিত করার আহবান জানিয়ে গনসংযোগ করেন রাউজানের কয়েকটি এলাকায়। গনসংহতি আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার মাথাল প্রতিকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গত ৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেন। পরবর্তী ২০০১ সাল ও ২০০৯ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর কাছে পরাজিত হয়। পরবর্তী সংসদ নির্বাচনে বিএনপি থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আর প্রার্থী হয়নি। এর পুর্বে ১৯৮৬ সালে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়্ াআসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পাটির প্রার্থী হিসাবে। দীর্ঘ দু যুগ পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আবারো বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আবারো বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী মোমবাতি প্রতিক নিয়ে আগে ও রাউজান আসনে প্রতিদন্দিতা করেন। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ লাখ ৭৮ হাজার ৯৭১জন পুরুষ এবং ১ লাখ ৬১ হাজার ১৭জন নারী ভোটার মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮জন। ৯৫টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ রয়েছে ৬৩৯টি।