রাইখালীতে হাতির আক্রমনে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের ডংনালায় বন্য হাতির আক্রমনে নিহত উনু মারমার স্বামী মংথোয়াই মারমাকে রাইখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাইখালী ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত রোববার (১৭ মে) সকাল ৭টার দিকে ডংনালা এলাকার হাতিমারার উপরে পাহাড়ে লাকড়ী কাটতে গিয়ে উনু মারমা (৪৫) নামের এক মহিলা হাতির আক্রমণে নিহত হয়।