কক্সবাজারে অসহায়, দুস্থদের মাঝে ঈদ উপহার বিলালো এসএসসি’৯৯ ব্যাচ

মিজান মনির:

‘এস, এস, সি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা’ দেশের প্রথম জেলা ভিত্তিক সংগঠন। উক্ত সংগঠন ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড করে আসছে। মহামারি করোনা ভাইরাসে সমগ্র পৃথিবীর মানুষ কোনঠাসা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। করোনা মহামারীর এই দুঃসময়ে ভ্রাতৃত্বের শক্তি মানবতার কল্যাণে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গত (১৭ মে, ২০২০ইং) দুপুর ১২টা থেকে বিকাল ৩.০০ঘটিকা পর্যন্ত কক্সবাজার কোর্টবিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে অত্র সংগঠনের সদস্যদের উপস্থিতিতে চাউল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দব্যাদি সম্বলিত একটি প্যাকেজ বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে, ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সরকারী নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে, কোন প্রকার ফটোসেশন করা হয়নি এবং কোন ঝামেলা পোহাতে হয়নি। এমনকি লাইনেও দাঁড়াতে হয়নি গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তিদেরকে। যা বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশে একটি মাইফলক হয়ে থাকবে।

ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন ও বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি শওকত ওসমান ফারুক, সেক্রেটারি শাহরিয়ার বিন নাসির রিয়াদ, অহিদ, জাকির, আলি, ইঞ্জিনিয়ার আরিফ, হুমায়ুন, হাসনাত, হাসান মাহমুদ, রউফ, কাজল শর্মা, জহির, সাঈদ, রাসেল মোস্তফা, জসিম মনির, শাহাবুদ্দিন ও শেখর প্রমূখ।