নিজস্ব প্রতিবেদক, প্রিয় চট্টগ্রাম : মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ডের বড় দারোগাহাট থেকে শুরু হয়ে সিটি গেট, একে খান, অলংকার হয়ে সাগরিকা মোড়ে গিয়ে প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর ছবি, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে সজ্জিত শোভাযাত্রাটি চট্টগ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রায় মুক্তিযুদ্ধের বিজয়ের গান, স্বাধীনতার স্লোগান ও শহীদ জিয়ার ঘোষণাসহ নানা স্মারক উপস্থাপন করা হয়।
শোভাযাত্রা শুরুর আগে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি বিএনপির অঙ্গীকার থেকেই সীতাকুণ্ড বিএনপি প্রতিবছর মহাসমারোহে বিজয় দিবস উদযাপন করে আসছে।
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।




