টেকনাফ বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বারকে স্বপদে বহাল করেছে জেলা বিএনপি।
নিপি
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার (১৫ ডিসেম্বর) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২৪ সালের ২ জানুয়ারি আব্দুল হক মেম্বারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।