ভোটের মাধ্যমে হারানো অধিকার ফিরিয়ে আনব: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, এবার ভোটের মাধ্যমে আমরা আমাদের হারানো অধিকার ফিরিয়ে আনব। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গোটা জাতি অপেক্ষা করছে। আগামী ফ্রেব্রুয়ারীতে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। নিজেদের ভোটে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবো। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত করবো। যারা এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবে এবং সকলের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। বিএনপির প্রতি জনগণের আকুণ্ঠ সমর্থন রয়েছে। জনগণের সমর্থন আমাদেরকে নিরাশ করবে না।

১৩ ডিসেম্বর (শনিবার) রাতে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী পারভেজ এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক সালাহউদ্দিন বাসুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী নবাব খান। বক্তব্য দেন আক্তারুজ্জামান রাশেদ, নাজমুল হক নাজু, নুরুল আলম কালু, আবদুল মান্নান, ইয়াকুব খান, জনি,স্বাদ,মানিক সরকার,ওমর ফারুক, আনিস, বিপ্লব, ফেরদৌস, বেলাল, সুমন প্রমুখ।