বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে মুহাম্মদ শাহেদ
জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সংহত করায় হোক আমাদের স্বাধীনতার মূল চেতনা। দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের ঐক্যবদ্ধ থেকে যেকোন দেশবিরোধী ষড়যন্ত্র অতীতের ন্যায় মোকাবেলা করতে হবে। জনগণের জন্য জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। ফ্যাসিষ্টের দোসরেরা বিভিন্ন চল চাতুরী করে জাতীয় ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি গতকাল ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ শাহেদ বলেন, খুনী হাসিনার দোসরেরা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। লুটপাটকৃত টাকাগুলোই দেশের অরাজকতা ও বিশৃখংলাতে ব্যবহার হচ্ছে। ফ্যাসিস্টের বেনিফিসিয়ারী বিভিন্ন মহলকে নজরদারীতে রাখার আহবান জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ১৮ কোটি মানুষকেই ঐক্যবদ্ধভাবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রও চলমান। তিনি এসময় মহানগর যুবদলের নেতৃবৃন্দকে হাইব্রিড অনুপ্রবেশকারী নব্য বিএনপিদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহানগর যুবদল ঐক্যবদ্ধ এবং যে কোন ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, গুলজার হোসেন, মহানগর যুবদলের সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, ইফতেখার শাহরিয়ার আজম, মহিউদ্দিন মুকুল, সহ সম্পাদক বৃন্দ কমল জ্যৌতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম মানিক, নুরুল ইসলাম আজাদ, মোহাম্মদ হাসান, সাবেক সদস্য কলিম উল্লাহ, প্রফেসর সাইদুল হক সিকদার, ডবলমুরিং থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, হালিশহর থানা যুবদলের আহবায়ক মোশাররফ আমিন, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, বায়েজিদ থানা যুবদলের সাবেক সি: যুগ্ম আহবায়ক মনজুর আলম, চান্দগাঁও থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক মোর্শেদ কামাল, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আবু বক্কর বাবু, মো: জাবেদ, মো: হাসান, মাসুদ আলম, সাইফুল ইসলাম সহ বিভিন্ন থানা যুবদল, ওয়ার্ড ও ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।