মারা গেছেন বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন। তিনি পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার। ফ্রান্সের এক হাসপাতালে রোববার (১৬ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
সংবাদ মাধ্যম এএফপি কে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।
২০২৩ সালে এমিলি ডেকুয়েন জানান, তিনি এক বিরল প্রকারের ক্যানসারে আক্রান্ত। টানা দুই বছর রোগটির সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি।
১৯৯৯ সালে দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমা ‘রোসেত্তা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমিলি; সিনেমা স্বর্ণপামও জয় করেন তিনি। এরপর তিনি ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন।
গত বছর ২০২৩ সালে এমিলি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ২৫তম বার্ষিকী। এছাড়া তিনি উৎসবে ডিজাস্টার থ্রিলার সিনেমা ‘সারভাইভার’–এর প্রচারণাতেও অংশ নেন।