সড়ক দূর্ঘটনায় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সোয়াইব নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি মোটরসাইকেল দূর্ঘটনায় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর বানিজ্য বিভাগের শিক্ষার্থী সোয়াইব ইসলাম চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিহত হয়েছে।

তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে।

বিএন স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ৩ টায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে সোয়াইব ইসলামের মোটর সাইকেলের সাথে অটোরিকশার ধাক্কা লাগে। মাথায় হেলমেট না থাকার কারণে সোয়াইব মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টায় মৃত্যু বরণ করে।