মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, পুলিশ সদস্য নিহত

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১পুলিশ সদস্য নিহত ও ৪ জন গুরতর আহত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ভোররাত পৌনে তিনটার দিকে ডিউটিরত অবস্থায় ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন- মালুমঘাট হাইওয়ে পুলিশের কনস্টেবল নাজমুল হাসান। এছাড়াও গুরতর আহত ৪ পলিশ সদস্যরা হলেন, এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান।

তিনি বলেন, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং অপর ৪জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ১জন চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান হাইওয়ে ওসি।