মিরসরাইয়ে নিরাপত্তাহীনতায় উত্তর জেলা যুবদল নেতা ও তাঁর পরিবার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২মার্চ) দুপুর ২টায় মিরসরাই পৌর সদরের রূপটপ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শওকত আকবর সোহাগ। সংবাদ সম্মেলনে তিনি পরিবার সহ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন।

লিখিত বক্তব্য তিনি বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মফিজুর রহমান। সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ছিলেন। আমরা তিন ভাইয়ের মধ্যে আমি বড়। আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছি। উপজেলা, জেলায় বিভিন্ন পদে ছিলাম, এখনো রয়েছি। ব্যবসা-বানিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবা করে যাচ্ছি। বিগত হাসিনা সরকার আমলে অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। কারাবরণ করেছি বহুবার। আমার মেজ ভাই শাহজাহান কোরআনে হাফেজ ও ব্যবসায়ী। ছোট ভাই শামিম আকবর দলিল লিখক এবং আমার ভাগিনা আরিফ হোসেন বাবলু পড়াশোনা শেষ করে এখন ব্যবসার সাথে জড়িত রয়েছে।’

ভূক্তভোগী শওকত আকবর সোহাগ জানান, তাদের নামে মিথ্যা, বানোয়াট কিছু কথা লিখে গত কয়েকদিন ধরে একটি পোস্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে। এছাড়া মিঠানালা ইউনিয়ন যুবদলের আহবায়ক মাস্টার হানিফ ও মিঠানালা ইউনিয়ন যুবদল নামে একটি ফেসবুক আইডিতে এসব পোস্টার পোস্ট করে। তারা মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এই সব অপকর্মে যারা জড়িত রয়েছেন তাদের দ্রæত চিহিৃত করে আইনির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, উপজেলা জাসাসের সহ-সভাপতি সেলিম উদ্দিন, নিহত রফিক মেম্বারের ভাই ওহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা হারুন অর রশীদ, সাবেক ছাত্রদল নেতা সাঈদ ভূইঁয়া।