চট্টগ্রাম মহানগরের হালিশহরে একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাত ভরি সাত আনা চার পয়েন্ট স্বর্ণালংকার এবং একটি চোরাই মোবাইল ফোন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য জানায়।

এতে জানা যায়, গত ৫ নভেম্বর রাত তিনটার দিকে গোল্ডেন আবাসিক এলাকার কে-ব্লকের একটি ভবনের চতুর্থ তলায় ফয়সল আবদুল্লাহ আদনানের বাসায় সেলাই রেঞ্জ দিয়ে জানালার গ্রিল কেটে চোরেরা প্রবেশ করে। আলমারি ভেঙে তারা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর ১১ নভেম্বর হালিশহর থানায় ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে হালিশহর থানা পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগর, নোয়াখালী এবং হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম ওরফে শাকিল (২৯) এবং ইয়াসিন আরাফাত শাকিলসহ (২৫) মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকারের সাত ভরি সাত আনা চার পয়েন্ট এবং চোরাই মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।





