
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
নব নিযুক্ত রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গুনিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাবেক সভাপতি অনিরুদ্ধ অপু, সিনিয়র সহ সভাপতি রাহাত মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন লাভলু, সদস্য মুহাম্মদ ওসমান গনি প্রমুখ।
সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান বলেন, সাংবাদিকেরা হলোর জাতির বিবেক।দুটি চ্যালেঞ্জ নিয়ে মাঠ প্রশাসন কাজ করছে। একটি চ্যালেঞ্জ হলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নাগরিকের মৌলিক অধিকার ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা বজায় রেখে সকলের সহাবস্থান নিশ্চিত করা। বিবেকবোধ থেকেই আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।











