সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান গড়ে একটি শান্তিপূর্ণ রাউজান গড়তে চাই- গোলাম আকবর খোন্দকার


শফিউল আলম, রাউজানঃরাউজানের কদলপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকারের সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ও শান্তিপূর্ণ রাউজান গড়ার অঙ্গীকারনামা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ইউনিয়ন বিএনপি।গত ২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কদলপুর ইউনিয়নের ১.২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, দোকানপাট, পথচারী ও গাড়িচালকদের মাঝে দলীয় নেতাকর্মীরা এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।পথসভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এস এম আবু তৈয়ব, কদলপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবচ্ছারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, বিএনপি নেতা আব্দুর শুক্কুর, সালাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবছার দুলাল, আব্দুল আল মামুন, মালেক সওদাগর, জামাল উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, ফোরকান সওদাগর, নুরুন্নবী, মোহাম্মদ রফিক, শামশুল আলম, জাহাঙ্গীর, ওবাইদুল হক বাদল, শাহা আলম, নুর মোহাম্মদ বাবুল, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ দিদার, আবু তৈয়ব, নুর মিয়া, হায়দার চৌধুরী, আব্বাস, মোহাম্মদ মোতালেব, ইসকাক,মোহাম্মদ মিয়াসহ নেতৃবৃন্দ। নেতাকর্মীরা বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। রাউজানে দল-মত–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান গড়ে একটি শান্তিপূর্ণ রাউজান গড়তে চাই বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার।