কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিএনপির এমপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় আসেল পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে অগ্রাধিকার দেবে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে চাকমা সম্প্রদায়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াদুদ ভুঁইয়া বলেন, বিএনপি আসলে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করে শান্তি ফিরবে। পাহাড় বা সমতল নয়, বিএনপির উন্নয়ন সব সম্প্রদায়ের কল্যাণে করা হবে।
তিনি বলেন, পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না। সব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি অস্ত্রধারীদের দাপট রুখে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি জানান। তাই ভোটের মাধ্যমে পাহাড়ের উন্নয়নে সহযোগিতা করতে ধানের শীষে ভোট দেওয়াসহ চাকমা সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু) এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সহ-সভাপতি দেবরাণী চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খাগড়াছড়ির অ্যাড. রিপল চাকমা প্রমুখ।











