লোহাগাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরী ঢাকা ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক খোঁজ-খবর নিতে শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে (বারডেম) এ যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ প্রমুখ।
মোস্তাফিজুর রহমানের আশু সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করেন, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান।











