শফিউল আলম, রাউজানঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সাপলঙ্গা শাখার মাসিক মাহফিল, বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী মানিক। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন। সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সমন্বয়ক মাওলানা তরিকুল ইসলাম, তৈয়ব মাষ্টার, সাদিকুজ্জামান শফি, আনিসউল খান বাবর, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম,নাজিমুদ্দিন, মিনহাজুর আবেদীন, মোহাম্মদ আলী মাষ্টার। উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, মাহবুল আলম, অলি এরশাদ, টিপু সুলতান, সহ সভাপতি শংকর দে, মোহাম্মদ রফিক, নাছির উদ্দীন। দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সকলের সর্ব সম্মতিক্রমে মাহফুজুর আলমকে সভাপতি ও মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে সংগঠনের চার জন উপদেষ্টা ও সাবেক সভাপতি সম্পাদককে সংবর্ধনা দেয়া হয়। মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।











