লটারির মাধ্যমে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার

দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। নবনিযুক্ত এসব এসপি পুরো নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পদায়নের বিষয়টি জানানো হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করতে এসপিদের এই পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।