ঈদগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে পুকুরের পানিতে ডুবে নাহিদ নামের দেড় বছার বয়সী শিশুর করুন মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী গ্রামে ঘটে এ ঘটনা। মৃত নাহিদুল ইসলাম বর্ণিত এলাকার সাইদুল হকের পুত্র।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকি শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলারছলে নাহিদ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একইদিন বিকেলে তার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।