রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি–বালু উত্তোলন, আদালতের জরিমানা

শফিউল আলম, রাউজান ঃ রাউজানে প্রশাসনের নিষেধাজ্ঞা ও পূর্বের বহু অভিযানের পরও কৃষিজমি, পাহাড়ি টিলা ও বালুমহাল থেকে অবৈধভাবে মাটি–বালু উত্তোলন থামছে না। এ অবস্থায় আবারও অভিযান পরিচালনা করে তিন ট্রাক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৩ নভেম্বর রোববার সন্ধ্যায় রাউজান উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল হলদিয়া বিল এলাকায় পাহাড়ি টিলা কাটার সময় তিনটি ট্রাক আটক করা হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিন চালক মো. এসকান্দর, শামশুল ও পারভেজকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রফিক সওদাগরের নেতৃত্বে এলাকাটিতে বালু উত্তোলন ও পাহাড়ি মাটি কাটার কাজ চলছে। তবে রফিক সওদাগর অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মাটি কাটাচ্ছি না। ইটভাটার মালিকরাই মাটি কাটছে।”অভিযোগ শুধু এখানেই সীমাবদ্ধ নয় -কদলপুর ইউনিয়নের বড়ুয়া জয়নগর এলাকাতেও নির্বিচারে সরকারি টিলাভূমি কেটে নেওয়া হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন,রাউজানে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি এলাকায় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সঙ্গে সম্পর্কিত। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরিবেশ রক্ষায় অভিযান আরও জোরদার করা হয়েছে।”