মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ২০ অক্টোবর তারিখ থেকে সারাদেশে চুড়ান্ত ভোটার তালিকা এবং ভোট কেন্দ্র প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৪শ’ ৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ১৭৭ জন এবং মহিলা ভোটার ২৪ হাজর ২৮৭ জন। গতবারের চেয়ে ভোটার বেড়েছে ১ হাজার ৭০৭ জন।

গতবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল ৪৮ হাজার ৭৫৭ জন। কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এথ্য এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবছর কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নের ২২টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। এরমধ্যে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৪টি, ২নং রাইখালী ইউনিয়নে ৫টি, ৩নং চিৎমরম ইউনিয়নে ৩টি, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৫টি এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, দীর্ঘ দিন পরে বাংলাদেশের জনসাধারণ সঠিক সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহন করে। কাজেই সুষ্ঠুভাবে ভোট গ্রহন প্রক্রিয়া সম্পন্ন করা আমাদের পবিত্র দায়িত্ব। কাপ্তাই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য ভোট গ্রহন কর্মকর্তা চুড়ান্ত করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে সেজন্য বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে।











