সিভাসু’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা‘২৫ সম্পন্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক, বিজয় ২০২৪ হলের প্রভোস্ট প্রফেসর শাহনাজ সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শামছুল মোর্শেদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মো: আ: হালিম, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. খ. নূরুল ইসলাম, পরিচালক (পিআরটিসি) প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পরিচালক (শাশি) মো: মজিবুর রহমান।

দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল- ছাত্রদের ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চলাফ, লাফ-ধাপ-ঝাপ, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যামার নিক্ষেপ এবং ৪ দ্ধ ১০০ মি. রিলে দৌড়। আর ছাত্রীদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ভারসাম্য দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ এবং ৪ দ্ধ ১০০ মি. রিলে দৌড়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের রবিউল ইসলাম রাব্বি এবং রানার্স আপ হয়েছেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের মো: মেহেদী হাসান। আর ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের তাজনীম তাকি এবং যুগ্মভাবে রানার্স আপ হয়েছেন ফিশারিজ অনুষদের ফাতেমাতুজ জোহরা চৌধুরী ও তামান্না খাতুন।
প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে ১ম স্থান অধিকার করে দ্রুততম মানব হয়েছেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের মো: মেহেদী হাসান এবং দ্রুততম মানবী হয়েছেন ফিশারিজ অনুষদের তামান্না খাতুন।
শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো: মজিবুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম মাওলা ও ফিজিক্যাল ইনসট্রাক্টর আসাদুজ্জামান নূর।