পোকখালী হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিদায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শফিউল আলম শফি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ।

অনন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক তারেক মোহাম্মদ ফয়েজ উল্লাহ,সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম বিটু ,সিনিয়র শিক্ষক তপন কান্তি দে,সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মনোআরা বেগম, মোঃ ওসমান গনি ইলি বক্তব্য রাখেন।

এসময় বিদ্যালয়ের কর্মরত শিক্ষক,-কর্মচারী, অভিভাবক, বিদায়ী ও অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।