রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

শফিউল আলম, রাউজান ঃ রাউজান উপজেলা ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাটে পৃথক পৃথক স্থানে অগ্নিকান্ড সংগঠিত হয়।

২০ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ১ টার সময়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৫টি দোকান ও দোকানের মালামাল সম্পুণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়কষতির পরিমাণ ২০ লাখ হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। অগ্নিকান্ডে এক ভ্যান গাড়ী ও পুড়ে যায়।

স্থানীয়রা ও ব্যবসায়ীরা এটাকে নাশকতা বলে দাবী করছেন। আগুনের লেলিহান শিখায় চৌধুরীহাটের দক্ষিণ পার্শ্বস্থ ওবায়দুলের ফার্নিচারের দোকান ও সৌরভের কাঠের দোকান, বাজারের মধ্যবর্তী ইলিয়াসের মুদির দোকান ও আবদুল মজিদের খাবারের হোটেল এবং চৌধুরী ঘাটকুল রোডে আল আমিন মসজিদের সামনে মোহাম্মদ জাহেদের মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে গভীর রাতে এলাকার বাসিন্দ্বা ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।