হাটহাজারীতে পাহাড় কাটায় ২লাখ টাকা জরিমানাসহ আটক ১

শফিউল আলম, রাউজানঃ হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের সবুজটিলায় পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন, হাটহাজারী ভ্রাম,্যমান আদালত করেন।

২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে আসামী মো কায়েছকে গ্রেফতার করা হয় ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। এছাড়া মাটি বহনকারী পিকআপটি জব্দ করা হয়। একইসাথে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয় এবং নিয়মিত মামলা রুজুর জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হয়। ফসলী জমি ও পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। বলে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহেদ আরমান জানান।