প্রধানমন্ত্রীর অর্থ প্রদান তালিকায় দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

লিটন কুতুবী:
করোনা ভাইরাসে লকডাউনে থাকা শ্রমজীবি কর্মহীন ঘরবন্ধি মানুষ অর্থহীন হয়ে পড়ায় ঈদ উৎসব পালনে প্রধানমন্ত্রীর অর্থ প্রদানে কর্মসূচী হাতে নেয়। এ কর্মসূচীর আওতায় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বারদের তালিকা তৈরীর জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস নির্দেশ দেন।
মেম্বারদের প্রেরিত তালিকায় স্বজনপ্রীতি, দূর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে আলী আকবর ডেইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাহামুদুল করিম মেম্বার ও ৩ নং ওয়ার্ডের মেম্বার হারুনর রশিদ নিজের এবং আত্নীয়স্বজনের নামের তালিকা করে পিআইও অফিসে জমা করে।
কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অর্থপ্রদান সহায়তার ৬ ইউনিয়নের ৪ হাজার ৯৬ পরিবার আড়াই হাজার টাকা পাবে। বৃহস্পতিবার কুতুবদিয়ায় ৬ ইউনিয়নে উদ্বোধনী হিসেবে ১২ পরিবারকে আড়াই হাজার টাকা করে বিকাশে প্রেরণ করা হয়েছে।
করোনা ভাইরাস ও ঈদ উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর অর্থ উপহার হিসেবে বিকাশের মাধ্যমে আ্ড়াই হাজার টাকা পেয়েছে বড়ঘোপ ইউনিয়নের আবু আহমদ। সে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে মহা খুশি।
আলী আকবর ডেইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মাহামুদুল করিম তার নিজের নামে,স্ত্রীর নামে,ভাইয়ের এবং আত্নীয়স্বজনের নামে তালিকা তৈরী করে প্রধানমন্ত্রীর অর্থ উপহার আত্নসাত করার পায়তারা করার অভিযোগ করেছে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক কুতুবী, বাদশা মিয়া, আবুল কালাম, শহিদুল ইসলাম,পারভীন আকতার। একই ধরণের অভিযোগ উঠে ৩নং ওয়ার্ডের হারুনর রশিদের বিরুদ্ধে।
মেম্বার চেয়ারম্যানদের প্রেরিত তালিকা বাচাইয়ের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও স্থানীয় প্রাইমারী শিক্ষকদের দায়িত্ব দেয়া হয়। তারা তালিকা যাচাই করতে গিয়ে এসব দূর্নীতি, স্বজনপ্রীতির চিত্র উঠে আসে। আবার তালিকায় প্রেরিত অনেকের মোবাইল নাম্বার সঠিক না থাকায় বাদ পড়ে যাচ্ছে বলে এক শিক্ষক জানান।