শফিউল আলম, রাউজান ঃ রাউজান পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরার অবসরজনিত এবং পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ রাকিব উদ্দিনের বদলি জনতি বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে রাউজান পৌর এলাকাবাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর চট্টলার শিক্ষক সমিতির সাবেক সভাপতি জেলা বিএনপির নির্বাহী সদস্য আবু জাফর চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সমাজ সেবক মোহাম্মদ আলী সুমন। প্রধান বক্তা ছিলেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদের আজমানের আহবায়ক তসলিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, যোগাযোগ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, সাবেক ইউপি সদস্য আলী আজগর চৌধুরী বিএনপি নেতা মোহাম্মদ জাকের হোসেন চৌধুরী। বিএনপি নেতা শহিদ চৌধুরী সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেনপৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা ও উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ রাকিব উদ্দিন। অতিথি ছিলেন উত্তর জেলা যুবদল নেতা মোহাম্মদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেকান্দর মিয়া হিরু, পৌরসভা পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আরফানুল ইসলাম আবির, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আরিফসহ পৌরসভার জনসাধারণ উপস্থিত চিলেণ। পরে সংবর্ধিত অতিথিবৃন্দকে রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রসঙ্গত, গত ২০২১ সালে রাউজান পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তা পে দ যোগদান করেন অনিল চন্দ্র ত্রিপুরা ।











