রাউজানে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্বার ও সন্ত্রাসী আটক

শফিউল আলম, রাউজান ঃ রাউজানের নোয়াপাড়ায় র‌্যব পুলিশের একের পর এক অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্বার ও সন্ত্রাসী গ্রেফতার।

১৮ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতেই গোয়েন্দা শাখা ও রাউজান থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহাম্মদ এর মুদির দোকানের ভিতর অভিযান পরিচালনা করে থেকে মুদির দোকানদার জহির আহাম্মদ–কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামী জহিরের মুদির দোকানের দক্ষিণ পাশে নিচের তাক থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন তার নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামী জহিরের দেওয়া তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার অফিসার ফোর্সের যৌথ অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা হতে আসামী মোঃ সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার যৌথ অভিযান: বন্দুক ও কার্তুজ উদ্ধারগত ১৭ নভেম্বর রাউজান থানার মামলার গ্রেফতারকৃত আসামী হুমায়ুন উদ্দীন আকাশকে গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় পলাতক আসামী মহিউদ্দিন কর্তৃক তার নিজ বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে অস্ত্র পুঁতে রাখা আছে বলে জানা যায়। পরবর্তীতে ১৩ নং নোয়াপাড়া ইউপির ২ নং ওয়ার্ডস্থ চৌধুরীহাট হাজী মকবুল আহম্মদ সওদাগর বাড়ির পুকুর পাড়ে পুঁতে রাখা অবস্থায় সিলিংসহ ১টি একনলা বন্ধুক ও ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়। জেলা গেয়েন্দা পুলিশ রাউজান থানা পলিশের সমন্বয়ে গঠিত পুলিশের অভিযানে অস্ত্র উদ্বার সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেন । গ্রেফতার করা সন্ত্রাসীরা হলেন, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হায়দার আলীর বাড়ীর বাসিন্দ্বা মৃত অলি আহম্মদরে পুত্র জহির আহম্মদ (৫২), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারেক হাজীর বাড়ীর বাসিন্দ্বা মোঃ হাববের পুত্র মোঃ সাকিবুল ইসলাম (২২), একই এলাকার মোঃ হাবিব প্রকাশ ডাকাত হাইব্যার পুত্র মোঃ রানা।

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বর মাসে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামী গ্রেফতার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টি, দেশীয় অস্ত্র ৮ টি, গুলি ৭৫ রাউন্ড, কার্তুজ ২৪ টি উদ্ধার করা হয়। অপরদিকে র‌্যাব অভিযান চালিয়ে রাউজানের নোয়াপাড়া পথের হাটের দক্ষিন পাশে খায়েজ আহম্মদ চেয়ারম্যানের বাড়ী থেকে সন্ত্রাসী কামাল উদ্দিন ও সোহেলকে গ্রেফতার করে তাদর বসতঘর থেকে ১২টি অস্ত্র, ১০টি চাকু এবং বিপুল পরিমাণ র্কাতুজ জব্দ করা হয়েছে।