ঈদগাঁওয়ে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি ইয়াহিয়া প্রকাশ জয়নালকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঈদগাঁও গরু বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাইক্ষ্যংদিয়ার মৃত হায়দার আলীর ছেলে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, তার বিরুদ্ধে ইতিমধ্যে চকরিয়া, সদর ও ঈদগাঁও থানায় ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজি মামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।