জার্মানিকে গুঁড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নারী কাবাডি বিশ্বকাপে এবার জার্মানিকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫৭-২৭ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

টানা দ্বিতীয় জয় পাওয়ার শুরুটাও দারুণ করে বাংলাদেশ। বোনাস পয়েন্ট নিয়ে শুরু করা বাংলাদেশ প্রতিপক্ষ জার্মানিকে প্রথমার্ধে দুইবার অলআউট করে।

তাতে প্রতিপক্ষ লড়াইয়ের সুযোগই পায়নি। ২৮-৯ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর কিছুটা লড়াই করে জার্মানি। তবে সেই চেষ্টা শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ২৯ বিপরীতে ১৮ পয়েন্ট পেয়েছে জার্মানি। সবমিলিয়ে শেষে ৫৭-২৭ ব্যবধানের জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছেন রূপালী আক্তার-শ্রাবণী মল্লিকরা।
নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৪৪-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। আগামীকাল অবশ্য কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের বিপক্ষে নামার আগে দুই জয়ে মনোবল বেড়েছে জানিয়েছে অধিনায়ক রূপালী বলেছেন, ‘সামনে ভারতের সঙ্গে খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করব। ওরা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দল। তবে টানা দুই জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস, মনোবল অনেক বেড়েছে।’