আওয়ামী লকডাউনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ডাকা লকডাউন প্রতিহতে ভোর থেকে উপজেলার প্রধান কেন্দ্রস্থল উপজেলা ইছাখালি চত্বর ও কাপ্তাই সড়কে অবস্থান নিয়েছে পৌরসভা ছাত্রদল ও উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টা হতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিঃ সহ সভাপতি ভিপি আনসুর উদ্দিনের নেতৃত্বে উপজেলা ও কাপ্তাই সড়কে নেতাকর্মীরা বাজার ও মহাসড়কে দলবদ্ধ হয়ে শো -ডাউন শুরু করে।

সকাল থেকে রাঙ্গুনিয়ার কোন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কাউকে মাঠে নামার সংবাদ পাওয়া যায়নি। বক্তব্যে বক্তারা বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা আজ সারাদিন এই লকডাউন প্রতিহত করতে যতক্ষণ প্রয়োজন মাঠে থাকবো।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক পারভেস মোশাররফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, গাজী নাজিম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা আবুল হোসেন,দিদার আলম,আরিফুল ইসলাম সবুজ,রাসেল, ইফাক,শোয়াইব কাদের প্রমুখ।