প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

আগের দিন ক্যারিয়ারসেরা ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় আজ আর ২রান যোগ করেই বিদায় নিয়েছেন। সেঞ্চুরির পথে থাকা মুমিনুল হকও করতে পেরেছেন আর ২ রান। ৯৯তম টেস্টের প্রথম ইনিংসে ভালো কিছু করতে ব্যর্থ মুশফিকুর রহিমও। তৃতীয় দিনের প্রথম সেশনে আইরিশরা ৩ উইকেট শিকার করলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টাইগারদের বড় লিডের স্বপ্নই দেখাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম সেশনে ৩ উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে শান্ত-লিটন দাসের জুটির দিকে। লাঞ্চের বিরতির আগে ১১১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪৭ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬১ রানের লিড পেয়েছে। অধিনায়ক শান্ত ৬৯ বলে ১০ চারে ৬১ রানে ব্যাট করছেন। সঙ্গী লিটনের সংগ্রহ ২৪ বলে ১৯ রান।