খুটাখালীতে দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী (সোমবার) সকালে খুটাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা আয়োজন করে এলজিইডি চকরিয়া।

খুটাখালী ইউপির প্রশাসনিক কর্মকর্তা সালাহ উদ্দীন কাদেরের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ডিপিডি মনজুরুল রশিদ, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন
এলজিইডি চকরিয়া উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা ও প্রশিক্ষক হিসাবে ছিলেন আবহাওয়া অধিদপ্তরের শাহিনুল ইসলাম প্রমুখ।

এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান, মেম্বার নাছির উদ্দীন, ডাঃ বোরহান উদ্দিন, জিশান শাহরিয়ার, নুরুল আজিম সিদ্দিকী, ছলিম উল্লাহ, ছৈয়দ হোছাইন, নুরুল আজিম সবুজ, শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন আরমান, মাওলানা আবদুল হক, হাসান নুরী, আমানুল হক, হাফেজ আবদুর রহিম, উদ্দোক্তা মোঃ শওকত, পারভীন আক্তার, আল আমিন আকাশসহ প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন।