শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান থানার পুলিশের বিশেষ অভিযানে ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
২ নভেম্বর (রবিবার) রাত ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের সামনে কাপ্তাই সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলেন, আদিলপুর গ্রামের নাজিমের বাড়ির মৃত এজলাস মিয়ার মেয়ে ফরিদা বেগম (৫৪)।
রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ হেলাল (২৫)। এসময় তাদের হেফাজত থেকে ৭৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।











