‘মাদকসহ বিভিন্ন অপরাধ রোধ করতে প্রশাসনের পাশাপাশি সকলে এগিয়ে আসতে হবে’

রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আইন শৃঙ্খলা কমিটির সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রএর সভাপতিত্বে সভা এ অনুষ্ঠিত হয়।

সভায় রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় চুরি,মাদক,জবর দখল , নদী রক্ষা সহ বিভিন্ন অপরাধ বিষয়ে সভায় আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সকলের বক্তব্য ছিলো মাদক রোধ,চুরি বিষয়ে সকলকে ব্যবস্থা ও সচেতন হওয়ার জন্য প্রশাসনকে অবগতি করা হয়। সভায় বক্তব্য রাখেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, হিন্দু বৌদ্ধ কল্যান ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপ কর্মকর্তার প্রতিনিধি ডাঃ সৌমেন্দ্র নাথ, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান প্রমুখ। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র জানান,প্রশাসনের একার পক্ষে মাদক ও অপরাধ রোধ করা সম্ভব নয়। পাশাপাশি এ বিষয়ে সকলে এগিয়ে আসতে হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী এবং প্রচারণা বিষয়ে আলোচনা করা হয় এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।