পটিয়ায় অস্ত্র মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামী নুর ডাকাত আটক

চট্টগ্রামের পটিয়া থানার অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবির প্রকাশ নুর ডাকাতকে নগরের কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

নুরুল কবির (৪৪), একই থানার জঙ্গলখাইন এলাকার মৃত আনা মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, পটিয়া থানার অস্ত্র আইনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল কবির কর্ণফুলী থানার সৈন্যেরটেক এলাকায় অবস্থান করছে।

রোববার বিকেলে পৌঁনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে নুরুল কবির প্রকাশ নুরুল আলম প্রকাশ নুরু ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, নুরুল আলম জিজ্ঞাসাবাদে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৭ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।