মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৮ এপ্রিল) সকালে আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হল রুম কিন্নরীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ।
সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, মাদক, জবর দখল, নদী রক্ষা, সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক বিষয়ে আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় সকলের বক্তব্য ছিলো মাদক প্রতিরোধ, চুরি বিষয়ে সকলকে ব্যবস্থা ও সচেতন হওয়ার জন্য প্রশাসনকে অবগতি করা হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো.মাসুূদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, হেডম্যান থোয়াই অং, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, প্রশাসনের একার পক্ষে মাদক ও অপরাধ রোধ করা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি এবিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী এবং প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়। এসময় সকল সদস্যগন উপস্থিত ছিলেন।