জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত অভিষেক হওয়া তানজিম সাকিবের

আগের দিনই তানজিম সাকিবের পেসের প্রশংসা করেছিলেন হেড কোচ ফিল সিমন্স।

সোমবার(২৮ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টেস্ট অভিষেকেই সিমন্সের কথার প্রমাণ দিলেন সাকিব।

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শিবিরে একেবারে শুরুর দিকে আঘাত হানতে পারেনি বাংলাদেশ। আবার উইকেট পেতে ১০ ওভারের বেশিও অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দলের দর্শকদের। ইনিংসের ১১ তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

অফসাইডে এক্সটা বাউন্স দিয়ে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটকে (৩৩ বলে ২১) উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচ বানান তানজিম। ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

এই প্রতিবেদন খেলার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৪২ রান। বেন কারেন ১৪ ও আর নিকোলাস ওয়েলচ ১ রানে অপরাজিত আছেন।