অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব‘২৫ এর আহবায়ক কমিটি গঠন

ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ ̈ালয় এস.এস.সি – ১৯৯৭ ব ̈াচের উদে ̈াগে রজত জয়ন্তী উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নগরীর আজ ̄^নামধন ̈ এরোস্টো রেস্টুরেন্টে এক প্রাক প্র ̄‘তি সভা ইঞ্জিনিয়ার মু. হাসান উদ্দিন টিপুর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

এতে অনুষ্টানের সার্বিক কর্মকান্ড আলোচনা হয়।

আলোচনায় সর্বসম্মতিμমে কাজী মুহাম্মদ মনসুর মাহমৃুদ কে আহবায়ক এবং মুহাম্মদ দিদারুল আলম কে সদস ̈ সচিব ও ইঞ্জিনিয়ার মু. আবু জাকারিয়া কে মূখ্য-সমন্বয়ক করে ২১ সদস ̈ বিশিষ্ট একটি অনুষ্টান উদযাপন কমিটি ঘোষনা করা হয়।