বাকলিয়া থানার উদ্যোগে ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সমাগ্রী বিতরণ

বাকলিয়া থানার উদ্যোগে ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সমাগ্রী বিতরণ বাকলিয়া থানার উদ্যোগে ১৭, ১৮, ১৯ ও ৩৫ ওয়ার্ডে গরিব অসহায়, দুস্থদের মাঝে ডোর টু ডোর প্রতিদিনের মত আজ ১২ রাত সাড়ে ১১ টায় মাননীয়
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে ডোর টু ডোর চাল, ডাল, আলু, পেঁয়াজ ভোজ্য তেলসহ প্রভৃতি ভোগ্য পণ্য বিতরন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। আমরা আমার এলাকার অসহায় মানুষদের সাহস জোগাতে কাজ করছি। আপনি কিংবা আপনারাও আপনার বাড়ির পাশের অন্তত একটি অসহায় পরিবারকে বলুন না, ‘ভয় নেই’ আপনি আছেন তার পাশে।
এমন বৈশ্বিক মহাবিপদে কাউকে সাহায্য নয়, অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমরা কয়েকটি টিম ভাগ করে প্রতিদিন খাদ্য সমগ্রী বিতরণ করছি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করাসহকরোনাভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে মাঠে কাজ করছে বাকলিয়া থানা