চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় চবি উপাচার্য অফিসে সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হোসেন, চট্টগ্রাম জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মো. আতাউর রহমান, চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ), মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) পিন্টু চাকমা, ফটিকছড়ি সড়ক উপ-বিভাগের প্রকৌশলী (সওজ) মোহাম্মদ ফারহান, ফটিকছড়ি সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সওজ), মোহাম্মদ পারভেজ, পটিয়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সওজ) আবু আহসান মু: আজিজুল মোস্তফা উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হকসহ সম্মানিত অতিথিদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি সম্মানিত সিনিয়র সচিবকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য ৫ম সমাবর্তন সূচারুভাবে সম্পন্ন করতে তার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সম্মানিত সিনিয়র সচিব চবি উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের আগে চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক মেরামত ও নান্দনিক করতে ইতোমধ্যে তার মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান। তিনি চবি উপাচার্যের চাহিদার প্রেক্ষিতে সড়ক পথ আরও উন্নত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।