চলতি আসরে কলকাতার পারফরমেন্স খুবই বাজে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয়ের দেখা পেয়েছে শাহরুখ খানের দল।
সোমবার (২১ এপ্রিল) তারা হেরেছে গুজরাট টাইটান্সের কাছে।
ইডেন গার্ডেনে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। তবে বল হাতে শুরুটা বাজে করেছে তারা। সাই সুদর্শন এবং শুভমান গিলের টর্নেডো ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পায় গুজরাট। জবাবে ৮ উইকেটে ১৫৯ রানে থামে কলকাতার ইনিংস। তাতে ৩৯ রানের জয় পায় গুজরাট। আর কলকাতাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল গিলের দল।
গুজরাটের ওপেনিং জুটি থেকে আসে ১১৪ রান। সাই সুদর্শন ৩৬ বলে ৫২ এবং শুভমান গিল ৫৫ বলে করেন ৯০ রান। শেষ দিকে বাটলার ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেললে গুজরাটের পুঁজি দাঁড়ায় ১৯৮-তে। কলকাতার হয়ে একটি করে উইকেট পেয়েছেন বৈভব অরোরা, হর্ষিত রানা এবং রাসেল।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। অধিনায়ক রাহানে বাদে কেউই ভালো স্কোর করতে পারেননি। রাহানে ৩৬ বলে ৫০ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে স্ট্যাম্পিং হন। এছাড়াও, অংকৃষ রঘুবংশী ১৩ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। আর রাসের ব্যাট থেকে আসে ১৫ বলে ২১ রান। তবে তা যথেষ্ট ছিল না। ফলে পূর্ণ ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে কেকেআর।
গুজরাটের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রশিদ খান এবং প্রসিধ কৃষ্ণ।