পায়েল ফাউন্ডেশনের উদ্যেগে ভাসমান ২০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরির লাভলেইন, বিমান আফিস ও কাজির দেউরীতে রাস্তায় থাকা ভাসমান পরিবারের মধ্যে ফাউন্ডেশনের পক্ষে এ ত্রাণ সামগ্রী
বিতরণ করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নিবাহী সদস্য রুবেল খান।
এসম উপস্হিতি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য ও মানবিক সংগঠন মুসাফির এর আহ্বায়ক মুহাম্মদ মহরম হোসাইন, সাংবাদিক চৌধুরী আহসান খুররম।
ত্রাণ বিতরকালে সাংবাদিক নেতা রুবেল খান করোনার এ দূর্যোগ মুর্হুতে এমন মানবিক কর্মকাণ্ডের এগিয়ে আসার জন্য ফাউন্ডেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।