ধুলোমাখা অনাথ শিশুকে উদ্ধার করায় প্রশংসায় ভাসছেন দিশা পাটানির বোন

পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে একটি শিশু। তার হাত-পা, মুখ ধুলোয় ভরা। সেই শিশুকে উদ্ধার করেছেন অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

খুশবু নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা গেছে, একটি পরিত্যক্ত ঘরে শিশু পড়ে রয়েছে। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশের বরেলি। ওই পরিত্যক্ত ঘরটি খুশবুর বাড়ির কাছেই। সেখানেই তড়িঘড়ি পৌঁছে বুকে আগলে শিশুটি উদ্ধার করেন।

খুশবুকে দেখে কাঁদতে শুরু করে শিশুটি। তাকে কোলে নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে শুরু করেন খুশবু। কেউ ওই শিশুটির পরিচয় জানা কিনা, কেউ তার বাবা-মাকে চেনেন কিনা – প্রশ্ন করতে থাকেন। যদিও শেষমেশ শিশুর নাম, পরিচয় কিছুই জানতে পারেননি খুশবু। ভিডিওর শেষে শিশুর পরিচয় জানলে তা প্রকাশ্যে কারার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে নেটিজেনরা খুশবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নেটিজেনদের একাংশ তাকে ‘দেবদূতে’র সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, ‘দয়া করে এভাবেই কন্যাসন্তানদের রক্ষা করুন।’ কেউ আবার এমন মহান কাজের জন্য খুশবুর শুভকামনা করেন।

অভিনেত্রী ভূমি পেডনেকর খুশবুর পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘ভগবান তোমার এবং শিশুকন্যারও ভালো করুন।’ সম্পর্কে দিশা পাটানির বোন খুশবু। সোশাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত তিনি। এমন মহৎ কাজ যে তাকে আরও পরিচিতি দিয়েছে, তা বলাই যায়।