ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙামাটির কাউখালী উপজেলায় এক মারমা তরুণীকে ধর্ষণ, নির্যাতন ও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রশাসনের বাধা প্রদান এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সচেতন ছাত্র সমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধ বিহার সামনে থেকে মিছিল করে মানববন্ধন করতে শাপলা চত্বর এলাকায় যেতে চাইলে পুলিশের বাধা মুখে পড়ে।

পরে সড়কের ওপর প্রতিবাদ সমাবেশ করে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সাধারণ শিক্ষার্থী নুথোয়াই মারমা সঞ্চনালায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) জেলা শাখার সাধারণ সম্পাদক উক্যনু মারমা সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থী কবিতা চাকমা, চম্পা মারমা এবং বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) জেলা শাখার সাধারণ সম্পাদক উক্যনু মারমা।

বক্তারা বলেন, আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদ জানাতে এসেছি। আমরা ধর্ষককে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে আবার মিছিল করে য়ংড বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।