গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে- আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশের মানুষ গত ১৫-১৬ বছর একটা ফ্যাসিবাদী সরকারের কাছে জিম্মি ছিল। তারা ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। অবৈধ সরকার জনগণের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে হত্যা করে, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। বিএনপিসহ ছাত্র-জনতা এবং সব শ্রেণি-পেশার মানুষ দেশে গণতন্ত্র ও ভোটাধিকারসহ অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে এবং বিজয়ী হয়েছে। তারা জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চলেছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করলে দেশ আবারো সংকটে পড়বে। দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি রাজনীতি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সকল জাতীয় সংকটে পাশে থাকার জন্য। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির রাজনৈতিক আদর্শ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তাই এদেশের জনগণ জনবান্ধব ও গণমুখী দল বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনে ৩১দফার যে রুপরেখা দিয়েছে তা আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি। ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পাশে জনগণ আছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

১৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড এর কামরাবাদ, মুরাদনগর, শহীদনগর, চালিতাতলি এলাকায় গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম, জিএম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সদস্য আবদুর রহিম, গিয়াস উদ্দিন বাদল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সাইফুল ইসলাম সওদাগর, আবছার উদ্দিন, বেলাল সরদার, ইব্রাহিম সর্দার, চাঁন মিয়া, রাশেদ খান টিপু, আনোয়ার হোসেন, মো. জসিম, এমদাদুল হক, নাজিম উদ্দিন হিরু, তাজিম, নুরুল ইসলাম, সুজন, জহির, ইকবাল, এম আর ফারুক খান, মো. ইসমাইল, সুলতান, ফাহিম, আকবর, মামুনর রশিদ, মিজানুর রহমান মাসুদ প্রমুখ।