চট্টগ্রামে ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ে বাঁশের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে মো. নুরুদ্দীন মঞ্জু নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে হালদা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর পাঁচপুকুরিয়া সীমান্ত সিদ্ধাশ্রম ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুয়াবিল থেকে ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মঞ্জু ও তার বন্ধু তাজ উদ্দিন। সিদ্ধাশ্রম ঘাটে বাঁশের সাঁকো পার হতে গিয়ে মোটরসাইকেলসহ ছিটকে তারা নদীতে ডুবে যান।
এ সময় তাজ উদ্দিন সাঁতরে ওপরে উঠলেও মঞ্জু নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির পর হালদা নদী থেকে মঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘রাতে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত মঞ্জু’র মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছেন।’