নারী মাদক ফেন্সি সুন্দরী আটক

বহুল আলোচিত নারী মাদক কারবারি ইয়াসমিন আকতার ওরফে ফেন্সি সুন্দরীকে (৩০) আটক করেছে পুলিশ। একশ চার বোতল ফেনসিডিলসহ আজ শনিবার রামু উপজেলার উমখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। টেকনাফের নারী মাদক কারবারি ফেন্সি সুন্দরী ইয়াবা এবং ফেনসিডিল জগতের একজন আলোচিত চরিত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার রামুর দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়নের মধ্যম উমখালী গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাসিমের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তের ফেন্সি সুন্দরীকে আটক করে। পুলিশ যাওয়ার খবর পেয়ে আপর আসামি আবুল কাসিম পালিয়ে যায়।

আটক ওই নারীর দেখানো মতে উদ্ধার করা হয় ১০৪ বোতল ফেনসিডিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) -এর ১৪ (গ) ধারায় মামলা দায়ের করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী এসআই মামুন ইসলাম জানান, আটক ইয়াসমিন আকতারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, আটক ফেন্সি সুন্দরী টেকনাফ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছোট হাবির পাড়ার আবুল হোসাইনের মেয়ে।